কলেজ পড়ুয়াদের জন্য LG Life’s Good Scholarship 2025 প্রোগ্রাম – ১ লক্ষ টাকা পর্যন্ত সুযোগ।

Written by Bikrom Das

Published on:

কলেজে পড়াশোনা করার খরচ সামলাতে অনেক ছাত্র-ছাত্রী সমস্যার মুখোমুখি হন। তাদের জন্য LG Electronics India Private Limited নিয়ে এসেছে একটি বিশেষ সুযোগ। Life’s Good Scholarship Program নামে এই উদ্যোগটি মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে তৈরি। এখানে কীভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, এবং এর জন্য কী কী প্রয়োজন, সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

এই স্কলারশিপ প্রোগ্রামের নাম Life’s Good Scholarship Program। এর উদ্দেশ্য হলো মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন। যারা গ্রাজুয়েশন (UG) এবং পোস্ট-গ্রাজুয়েশন (PG) করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

LG Life’s Good Scholarship 2025 আবেদন

স্কলারশিপের জন্য আবেদন করতে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতা:
    • যেসব ছাত্র-ছাত্রী গ্রাজুয়েশন বা মাস্টার্স লেভেলের পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
    • উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
    • সেকেন্ড, থার্ড, ও ফোর্থ ইয়ারের ফলাফলে ৬০% নম্বর পাওয়া আবশ্যক।
  • পারিবারিক আয়:
    • বাবা-মায়ের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
  • বিশেষ শর্ত:
    • যেসব প্রার্থীর বাবা-মা LG Electronics India বা Buddy4Study-এর কর্মী, তারা আবেদন করতে পারবেন না।

LG Life’s Good Scholarship 2025 আর্থিক সাহায্যের পরিমাণ

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ছাত্র-ছাত্রীদের দুটি ক্যাটাগরিতে আর্থিক সাহায্য প্রদান করা হবে:

  • গ্রাজুয়েশন (UG): যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তারা ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
  • পোস্ট-গ্রাজুয়েশন (PG): যারা মাস্টার্স করছেন, তারা ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

আবেদন করার পদ্ধতি

স্কলারশিপের জন্য আবেদন করার প্রক্রিয়াটি সহজ এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক।
১. প্রথমে Buddy4Study ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।
৩. Buddy4Study-তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা আগের রেজিস্টার আইডি দিয়ে লগ ইন করতে হবে।
৪. লগ ইন করার পর “Life’s Good Scholarship Program 2024” নির্বাচন করতে হবে।
৫. “Start Application” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৬. সব তথ্য ঠিকমতো পূরণ করার পর প্রিভিউ অপশনে ক্লিক করে আবেদন সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় নথি

আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।
১. উচ্চমাধ্যমিকের মার্কশিট।
২. স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পূর্ববর্তী বছরের মার্কশিট।
৩. ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড বা অন্য নথি)।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র (স্যালারি স্লিপ, ইনকাম ট্যাক্স রিটার্ন, রেশন কার্ড ইত্যাদি)।
৫. কলেজে ভর্তি হওয়ার প্রমাণ (অ্যাডমিশন কার্ড, ফি রসিদ ইত্যাদি)।
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।
৭. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৮. বোনাফাইড সার্টিফিকেট।

এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৫। যারা আবেদন করতে চান, তাদের উচিত এই তারিখের আগে প্রক্রিয়া সম্পন্ন করা।

এই স্কলারশিপ প্রোগ্রামটি বিশেষত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা আর্থিক সমস্যার কারণে তাদের শিক্ষায় বাধার সম্মুখীন হচ্ছেন। ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকার এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনার খরচ সামলাতে সাহায্য করবে। যেসব পরিবারে বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

স্কলারশিপ প্রোগ্রামের বিষয়ে আরও বিস্তারিত জানতে, প্রার্থীরা Buddy4Study-এর অফিসিয়াল পেজে (https://www.buddy4study.com/page/life-s-good-scholarship-program) ভিজিট করতে পারেন। এখানে আবেদন করার প্রতিটি ধাপ ও প্রক্রিয়া বিশদভাবে উল্লেখ রয়েছে। LG Life’s Good Scholarship প্রোগ্রামটি মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য একটি আশীর্বাদ। এটি শুধুমাত্র তাদের শিক্ষার মান উন্নত করবে না, বরং ভবিষ্যতের সুযোগও প্রসারিত করবে। যারা যোগ্য, তাদের উচিত দ্রুত এই স্কলারশিপের জন্য আবেদন করে সুযোগটি কাজে লাগানো। শিক্ষার জন্য এই ধরনের আর্থিক সহায়তা প্রোগ্রাম অনেক ছাত্র-ছাত্রীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

Bikrom Das

আমি বিক্রম দাস, ২৩ বছর বয়সী একজন উদ্যমী কনটেন্ট ক্রিয়েটর। শিক্ষা, মোবাইল এবং প্রযুক্তি বিষয়ক লেখালেখিতে আমার বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। কয়েক বছরের অভিজ্ঞতায় আমি পাঠকদের জন্য তথ্যবহুল এবং সহজবোধ্য কনটেন্ট তৈরি করে আসছি। আমার লক্ষ্য হলো পাঠকদের জটিল তথ্যকে সহজ ভাষায় উপস্থাপন করা, যাতে তারা উপকৃত হতে পারেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল জগতে আপডেট থাকা এবং সেই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমার অন্যতম লক্ষ্য। Fewri.com-এর মাধ্যমে আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছি, যাতে প্রতিটি পাঠক কিছু শিখতে পারেন এবং তার প্রয়োগ করতে সক্ষম হন।

Leave a Comment